ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

কানাডার টরন্টো প্রবাসী সিলেটের মৌলভীবাজারের মো. আইন উদ্দীন বকুল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।

সিবিসি নিউজের বরাতে জানা যায়, ২৫ ডিসেম্বর রাত সোয়া ২টায় হাইওয়ে ৪০১ এর ব্রাইটন আন সংলগ্ন সড়কে দুর্ঘটনার খবর পায় পুলিশ। বিধ্বস্ত গাড়িতে চালকসহ ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে চালক আইন উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

মৃত্যুকালে ১ মেয়ে, ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এদিকে আইন উদ্দিনের অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি দেওয়ান গোফরান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব শোক বার্তায় বলেন, ‘আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন