ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ কুয়েতে

সাদেক রিপন | কুয়েত | প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮

দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া ঢাকার নবাবগঞ্জে দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, কুয়েত।

সংগঠনের সভাপতি এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক যমুনা টিভির কুয়েত প্রতিনিধি শেখ এহছানুল হক খোকন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের ধিক্কার জানান। এটি একটি অপ্রত্যাশিত ও ন্যক্কারজনক ঘটনা উল্লেখ করে তারা আরও বলেন, বিগত দিনেও সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

অবিলম্বে হামলাকারীরা যেই দলের বা পক্ষের হোক দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এমএমজেড/এমএস

আরও পড়ুন