আমিরাতে বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
সংযুক্ত আরব আমিরাত বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুবাইয়ে সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) স্থানীয় একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
রাইহান উদ্দিন হালিমের পরিচালনায় অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সমিতির প্রধান উপদেষ্টা ও সিলেট উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বাবুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন পরিষদের সহ-সভাপতি খাছা উদ্দিন খাছা, জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রহমত আলী সুয়েব, জুড়ী ওয়েলফেয়ারা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবের আহমদ, সংস্থার সহ-সভাপতি ইকবাল হোসেন, বাংলাদেশ সমিতি আমিরাতের সহ-সভাপতি মাহবুবুর রহমান কামরান, কমিউনিটি ব্যক্তিত্ব শামীম আহমদ, সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ ছাড়া সহ-সম্পাদক রেহান উদ্দীন, অর্থ সম্পাদক মাসুম আহমদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, আইটি সম্পাদক আব্দুল ওয়াহিদ রাইহান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মাওলানা ইসমাঈল হোসেন, ব্যবসায়ী নিয়াজুল ইসলাম, আবদুর রউফ সোহেল ও সংস্থার সকল দায়িত্বশীল এবং প্রবাসী বড়লেখাবাসীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামকে এ সংবর্ধনা দেয়া হয়।
এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ প্রশাসনিক সংকট ও ভবিষ্যতের করণীয়: একটি সুষম বিশ্লেষণ
- ২ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ৩ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৪ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৫ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান