আমিরাতে বাংলাদেশিদের মিলনমেলা
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে মিলনমেলার আয়োজন করেছেন রাস-আল-খাইমাহ বাংলাদেশি প্রবাসী কমিউনিটি। শুক্রবার (২১ ডিসেম্বর) স্থানীয় সাকার পার্কে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, দেশীয় খেলাধুলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকৌশলী সাদিয়া আফরিনের পরিচালনায় আলোচনা সভায় প্রকৌশলী শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ইসমাঈল ভুইয়া, রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য দেন।
প্রবাসে বেড়া উঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় কৃষ্টি-কালচার ও ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সেতুবন্ধন রচনা করার জন্য এ আয়োজন বলে জানান আয়োজকরা। আগামীতে সবার সহযোগিতায় বৃহৎ পরিসরে দেশের জাতীয় দিবসগুলো পালন করার অঙ্গীকার করেন তারা।
শিশুরা তাদের রঙ তুলির মাধ্যমের দেশর ঐতিহ্যবাহী নানা স্থাপনা, স্মৃতিসৌধ, পতাকা, শহিদ মিনারসহ গ্রাম বাংলার দৃশ্য ফুটিয়ে তোলেন।
এমআরএম/জেআইএম