ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আবুধাবিতে বাংলাদেশ স্কুলে বিজয় দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আবুধাবি শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগের ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্কুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মীর আনিছুল হাসানের সভাপতিত্বে অধ্যাপক এস এম আবু তাহেরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর শহিদুজ্জামান ফারুকী এ সময় বক্তব্য দেন।

Abudhabi2

রাষ্ট্রদূত বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে দেশ প্রেম জাগ্রত করে আগামীর সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে সবাইকে প্রস্তুত করতে হবে। তাদের মাঝে দেশের সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মের দেশের কৃষ্টি কালচার ছড়িয়ে দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পরে আগত আতিথিদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন