আমিরাতে দূতাবাসের সেবার মান বাড়ানোর দাবি বাংলাদেশিদের
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশিরা। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান। প্রবাসীরা এ সময় তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে দূতাবাস মিলানায়তনে ওই আলোচনা সভা হয়। শ্রম উয়িংয়ের কর্মকর্তা ওসমান গণীর পরিচালনায় সভায় প্রবাসীদের নানা সমস্যার সমাধানের আশ্বাস দেন দূতাবাসের শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী।
রাষ্ট্রদূত দূতাবাসের দরজা সব প্রবাসীর জন্য সবসময় উম্মুক্ত বলে দাবি করেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। সভা শেষে দেশ, জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।
জেডএ/জেআইএম