ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়া চষে বেড়াচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

আহমাদুল কবির | মালয়েশিয়া | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

১৬ ডিসেম্বর বিজয় দিবসের মধ্য দিয়ে নৌকায় ভোট দিতে মালয়েশিয়া আ.লীগ প্রচারণা শুরু করেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে গতিশীল রাখতে মুক্তিযুদ্ধের ধারক-বাহক জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে মালয়েশিয়া প্রবাসীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

কুয়ালালামপুর শহর থেকে শুরু করে মালয়েশিয়ার প্রতিটি শহর চষে বেড়াচ্ছেন দলের নেতাকর্মীরা। প্রবাসীদের জড়ো করছেন আলোচনা সভায়। ভোট চাচ্ছেন নৌকা প্রতীকে।

১৬ ডিসেম্বর বিকেলে কুয়ালালামপুর শহরে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটি মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির। মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে হোটেল ফাস্ট বিজনেস ইন বিজয় দিবস ও নির্বাচনী প্রচারে প্রধান অতিথি ছিলেন- ইসলামিক ইউনিভার্সিটির ফেলো রিসার্চ মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

এ ছাড়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, হুমায়ূন কবির, শফিক চৌধুরী, মাসুদ রানা, মো. রেহাদুজ্জামানসহ অঙ্গসংগঠনের নেতারা।

Maleshia1

অপরটি একইদিন সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ডলফিনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল। মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুলের উপস্থাপনায় বিজয় দিবস ও নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, কবি শেখ জাহাঙ্গীর, জালাল উদ্দিন সলিম, মো. নিপু, জাকির হোসেন, মো. রিপন এবং কাজী নিজাম।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি দতু আক্তার হোসেন, লুৎফর রহমান দুলাল, ছাত্রলীগ ও যুব লীগের নেতা-কর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা।

পৃথক দুটি প্রচারণা সভায় বক্তারা বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। বিজয়ের এ মাসে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে। স্বাধীনতার মর্যাদা সমুন্নত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা ছাড়া আর বিকল্প নেই।

এমআরএম/এমএস

আরও পড়ুন