ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

যথাযোগ্য মর্যাদায় দুবাই কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০২:২২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (১৬ ডিসেম্বর) সকাল নয়টায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।

emirate

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয়ের তাৎপর্য ও শহীদদের স্মরণে কনস্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী সাংবাদিক, কনস্যুলেটের কর্মকর্তা, আবুধাবি, দুবাই, শারজাহ, ফুজিরাহ, রাস আল-খাইমাহ ও আজমান থেকে আসা বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্বসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএমজেড/জেআইএম

আরও পড়ুন