ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

মিরন নাজমুল | প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮

স্পেনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রোববার সকালে রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

পরে দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

দূতাবাসের হেড অব চ্যান্সরি হারুন আল রশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

তিনি বলেন, ‘আমি আজ বিজয়ের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমাদের দেশপ্রেমের অনুভূতি, চিন্তা-চেতনা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নে প্রবাসীদেরও ভূমিকা রয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। প্রবাসীদের প্রত্যেককেই এক একজন ‘রাষ্ট্রদূত’ হিসেবে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব আলম চাকলাদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, কামরুজ্জামান সুন্দর, পার্থ দত্ত চৌধুরী, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, আল আমিন, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম নয়ন, আব্দুর রহমান, ফয়জুর রহমান, তামিম চৌধুরী, ইফতেখার আলম প্রমুখ।

পরে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএমজেড/জেআইএম

আরও পড়ুন