ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লেবাননে বিজয় দিবস উদযাপন

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে লেবাননে মহান বিজয় দিবসের পতাকা উত্তোলন করেন বৈরুতে বাংলাদেশ রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। দূতাবাসের পক্ষ থেকে দিবসটি উদযাপন করা হয়।

এ দিনে প্রথম পর্বে প্রথম প্রহরে সকাল ৯টা ৫ মিনিটে জাতীয় সঙ্গীত বাজিয়ে রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

Lebanon2.jpg

এ সময় উপস্থিত ছিলেন- ব্যানকন-৯ (বাংলাদেশ নৌবাহিনী), ইউনিফিল কর্মকর্তারা, দূতাবাসের কর্মকর্তারা ও কমিউনিটির নেতারা এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা।

পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর প্রবাসীদের বিকেল ৫টায় দ্বিতীয় পর্বে দিবসটির আলোচনা সভায় উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়।

Lebanon2.jpg

সকাল ১০টায় দিবসটি উপলক্ষে দূতাবাসের আয়োজনে ও ব্যানকন-৯ (বাংলাদেশ নৌবাহিনী) ইউনিফিল-এর সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়। এ সেবা চলে বেলা ২টা পর্যন্ত।

ওয়াসীম আকরাম, লেবানন থেকে/এমআরএম/এমএস

আরও পড়ুন