ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সরল মানুষেরা অমর

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | সংযুক্ত আরব আমিরাত | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

সৈয়দ মহসিন আলী মন্ত্রী থাকা অবস্থায় ও সহজ-সরল জীবন-যাপন করেছেন বলে মানুষের অন্তরে আজও বেঁচে আছেন। একাত্তরে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন দেশ স্বাধীনের জন্য। তাই বাংলাদেশ যতদিন থাকবে মহসিন আলী বেঁচে থাকবেন। সরল মানুষেরা অমর থাকে।

সংযুক্ত আরব আমিরাতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ৭১তম জন্মবার্ষিকীর আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। বৃহস্পতিবার ফুজাইরার একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করে সৈয়দ মহসিন আলী স্মৃতি সংসদ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের সভাপতি ফরহাদ আহমদ ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাইয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর। প্রধান বক্তা ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা লোকমান হোসেন আনু, সেলিম বেপারি, প্রকৌশলী নজরুল ইসলাম, সোহানুর রহমান লিটন, জিল্লুর রহমান, সালেহ আহমদ, রুবেল আহমদ শিবলু, কামরুল হোসেন জুয়েল,ফারুক হোসেন মঞ্জু, রুবেল হোসেনসহ অনেকে।

এ সময় টেলিকনফারেন্সে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধমির্ণী সায়রা মহসিন এমপি প্রবাসীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। পরে সৈয়দ মহসিন আলীর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

এমআরএম/এমএস

আরও পড়ুন