ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বিজয়ের প্রথম প্রহর উদযাপন পর্তুগাল প্রবাসীদের

নাঈম হাসান পাভেল | প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৬ ডিসেম্বর ২০১৮

১৬ ডিসেম্বর। লাখো শহীদের রক্তে কেনা বাঙালির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকহানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের।

portugal

দিবসটি উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে নির্মিত স্থায়ী শহীদ মিনারে বিজয়ের প্রথম প্রহরে নানা বয়সী মানুষের ঢল নামে। এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক এক করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পর্তুগাল বাংলা প্রেসক্লাব, পর্তুগাল আওয়ামী লীগ, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টসহ পর্তুগাল প্রবাসীদের নানা সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

portugal

এ ছাড়া বিজয় দিবসের পৃথক পৃথক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নানা আয়োজনে বিশেষভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস লিসবন। অপরদিকে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতো বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো বিজয় দিবস পালনে নানা উদ্যোগ হাতে নিয়েছেন।

জেডএ/জেআইএম

আরও পড়ুন