কানাডায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় কানাডায় শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। অনুষ্ঠানে দেশটির মন্ট্রিয়লের বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, সাংবাদিক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা ও ধারা বর্ণনায় ছিলেন শামসাদ রানা। জেড এইচ রনির সম্পাদনা ও আবহ সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে এক প্রামাণ্য চিত্র দেখানো হয়।
সন্ধ্যা ৭টায় টরন্টোতেও ‘বুদ্ধিজীবী দিবস ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর বাংলাদেশি অধ্যুষিত ড্যানফোর্থের (৩০০০ ড্যানফোর্থ) মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় টরন্টোতে অবস্থানরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘চেতনায় ৭১’ নামে একটি সংগঠন এই সেমিনার আয়োজন করে। এ ছাড়া বুদ্ধিজীবী দিবসে ড্যানফোর্থ এলাকায় ‘টরন্টো ফিল্ম ফোরাম’ শ্রদ্ধার সঙ্গে দীপ প্রজ্বলন এবং মানববন্ধন করে।
এমআরএম/জেআইএম