রোম দূতাবাসে বিজয় দিবসে দু’দিনের কর্মসূচি
ইতালিতে মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি নিয়েছে রোম বাংলাদেশ দূতাবাস। প্রবাসে বেড়ে উঠা শিশু-কিশোরদের মাঝে স্বাধীনতার মূল্যবোধ তুলে ধরতে দুইদিনের কর্মসূচি হিসেবে ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
বেলা সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর সান গাসপারে একটি থিয়েটারে বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
রোম দূতাবাসের প্যাডে এসব কর্মসূচি পালনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। অন্যদিকে অভিবাসীর অধিকার বিষয়ক আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে বিকেল তিনটায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এমআরএম/পিআর