ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় ২৪তম বাংলাদেশ

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৮

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ২৪তম। আর স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে অবস্থান দশ নম্বরে। গত ছয় বছরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৮ দশমিক ৪ শতাংশ।

রিপোর্টে এ তথ্য জানা গেছে।

উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ক্রমেই বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ৭ হাজার ৪৯৬ তে উন্নীত হয়েছে। এ হার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃদ্ধির গড় হার ১ দশমিক ৫ শতাংশকে ছাড়িয়ে গেছে।

২০১৮ সালের ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ বিষয়ক ‘ওপেন ডোরস রিপোর্ট’-এ এসব তথ্য উপস্থাপন করা হয়েছে।

গত তিন বছরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দশ লাখের বেশি বিদেশি শিক্ষার্থী ছিল। চলতি শিক্ষাবর্ষে তা ১০ লাখ ৯০ হাজারে ওঠে যা একটি রেকর্ড। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বছর টানা ১২ বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এমআরএম/পিআর

আরও পড়ুন