ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি

জমির হোসেন | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছে ভয়েস ফর বাংলাদেশ। এ উপলক্ষে লন্ডনের কিংস কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘লন্ডন কনফারেন্স। সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতা উল্যাহ ফারুক।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতির ওপর অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের ইউকের আহ্বায়ক এএসএইচ সোহাগ এবং ভয়েস ফর বাংলাদেশের ইউকে শাখার আহ্বায়খ ফয়সাল জামিল।

বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মানবাধিকার, আইনের শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচনের মাধ্যমই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা সম্ভব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংশয় প্রকাশ করেন।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- আবদুর রহিম, লুৎফুর রহমান লিংকন, মনোয়ার মোহাম্মদ, আবুল হোসেন নিজাম, অঞ্জনা আলম, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল হুদা মাসুদ, লুবা চৌধুরী, লুনা সাবিরা, আকলিমা মুন্নি, পারভেজ আজম, আবদুল ওয়াহাব রুবেল, আল কবির ওয়াহাব, মুহাম্মদ আসাদ।

এ ছাড়া আব্দুল জলিল, ফজলে রহমান পিনাক, মো. শাকিল মিনহাজ, মনোয়ার মোহাম্মদ, ফলসাল আহমদ, একলিমুর রেজা চৌধুরী মান্না, সেলিম উদ্দিন, মো. আলাউদ্দিন, মো. শাহাদাৎ হোসেন, মো. আব্দুল ওয়াদুদ, ফয়েজ আহমদ, শাহ মোহাম্মদ জহির মুরাদ, নাজিয়া আকবর, কামরুল হাসান, মো. কাউছার হোসেন, মো. শামসুল ইসলাম, আদনান মারুফ চৌধুরী প্রমুখ।

এম.আব্দুর রহিম/এমআরএম/পিআর

আরও পড়ুন