ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বার্সেলোনার সান্তাকলমায় আ.লীগের নতুন কমিটি গঠন

মিরন নাজমুল | স্পেন | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১২ নভেম্বর ২০১৮

বার্সেলোনার সান্তাকলমায় আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি শহরের একটি হলরুমে দলীয় সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সবার সম্মতিতে শফিকুর রহমানকে সভাপতি ও মোকলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি স্বপন কুমার দেবনাথ, বিপ্লব ভৌমিক, নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মিজান, হুমায়ুন কবির মামুন, মোস্তফা, শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. নীরুসহ সাংগঠনিক সম্পাদক মজনু, মনির হোসেন প্রমুখ।

সভায় একাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এমআরএম/এমএস

আরও পড়ুন