ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লক্ষ্মীপুর ২ আসনে মনোনয়ন চান কুয়েত প্রবাসী পাপুল

সাদেক রিপন | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১০ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে লক্ষ্মীপুর ২ রায়পুর আসন আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন কুয়েত আওয়ামী লীগের আহ্বায়ক ও মারাফি কুয়েতিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সিও মোহাম্মদ কাজী শহিদ ইসলাম পাপুল।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় মোহাম্মদ আমিনুর রহমান লিটন, পলাশসহ অন্যান্য সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৯ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ২২ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

এমআরএম/পিআর

আরও পড়ুন