ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু

জমির হোসেন | প্রকাশিত: ০৮:২৩ এএম, ১০ নভেম্বর ২০১৮

নৌকা মার্কাকে জয়যুক্ত করতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইতালি আওয়ামী লীগ নেতাকর্মীরা। একাদশ জতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিতে আহ্বান জানান তারা।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে গণসংযোগ শুরু করেছেন।

গণসংযোগে ইতালি আওয়ামী লীগের সভাপতি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রবাসীসহ সবাই নৌকায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, আমরা ইতালির প্রতিটি এলাকায় নৌকার গণসংযোগ করব।

যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন, ১৫ নভেম্বর দেশে যাব। নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে ভোট চাইব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা তুলে ধরতে।

এ সময় নেতৃবৃন্দ সর্বসাধারণের মাঝে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণকে নৌকা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ করেন।

প্রচারণায় অংশগ্রহণ করেন- সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান, আলী আহম্মদ ঢালী, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, এমএ রব মিন্টু, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, দফতর সম্পাদক হাবীব মোকদম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বাবু ঢালী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, যুবনেতা শাহাদাত হোসেন রনি, মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা পপি।

এছাড়াও উপস্থিত ছিলেন- এমডি রিয়াজ হোসেন, এলিন আহমেদ মিঠু, শিমুল রহমান, মনিকা ইসলাম প্রমুখ।

বিএ/এমএস

আরও পড়ুন