ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে ইসলামী নব জাগরণের মতবিনিময় সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২২ অক্টোবর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন প্রবাসী শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) স্থানীয় পালসেস রেস্টুরেন্ট হল রুমে এ সভার আয়োজন করা হয়।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাখার প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও মাওলানা রাশেদ নূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক স্কলার পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ওবাইদুল্লাহ হামজা। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক আলমগীর বিন কবির।

মাওলানা মোজাম্মেলের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, নুরুল আমিন, বাংলাদেশ বন্ধু ফোরাম আমিরাতের সভাপতি এম এ খায়ের নিজামী, নবজাগরণ সংগঠন আরব আমিরাত প্রবাসী শাখার সভাপতি মুহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী রুবেল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীন।

Emirate

মানবসেবার লক্ষ্যে আয়োজিত উক্ত মতবিনিময় সভা বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

সভায় বক্তারা বলেন, ‘মানবসেবা নবী (সা.) আদর্শ ও মুসলমানদের ঐতিহ্য। তবে, দুঃখের বিষয় আমরা আমাদের ঐতিহ্যকে সময়ের গড্ডলিকা প্রবাহে হারিয়ে ফেলছি। তারপরও ইসলামী নবজারণ সংগঠন অসহায়-অনাথদের পাশে দাঁড়াচ্ছে, গরিব-দুঃখীদের সাধ্যানুযায়ী সহযোগিতা করছে-এটাই ইসলামের শিক্ষা।’

Emirate

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ হাসেম, সাংবাদিক নুরুল্লা খান, মুহাম্মদ ইউনুস, মাওলানা রেজাউল করিম, মাওলানা নজির, মাওলানা ইরফানুল হক, নবজাগরণ সংগঠন আমিরাত শাখার সিনিয়র সহ-সভাপতি ও উত্তর আলীখিল জমিরিয়া তাহফীজুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জাকের হোসেন, আল-আইন উপ-কমিটির সভাপতি মাওলানা হোসাইন, প্রবাসী শাখার সহ-সভাপতি নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ এরশাদ সোবহান গহিরা, যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর গহিরা, প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান, কার্যকরী সদস্য মাস্টার শাহ জাহান সিরাজ, মুহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা মঈনুদ্দীন আব্দুল্লাহপুরী, মুহাম্মদ জাকের উল্লাহ প্রমুখ।

রাউজান ইসলামী নবজাগরণ আরব আমিরাত প্রবাসী শাখার প্রধান পৃষ্ঠপোষক ও মতবিনিময় সভার সভাপতি মুহাম্মদ ওসমানের সমাপনী বক্তব্য শেষে প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেনের মোনাজাতের মধ্যদিয়ে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

এসআর/জেআইএম

আরও পড়ুন