ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে উন্নয়ন মেলা শুক্রবার

সাদেক রিপন | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ এই স্লোগানে চতুর্থবারের মতো কুয়েত দূতাবাসের উদ্যোগে শুক্রবার দূতালয় প্রঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে উন্নয়ন মেলা।

সকাল ১০টায় এ মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ দূতাবাস কুয়েত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। এরপর পিঠা/খাবার এবং অন্যান্য স্টল পদির্শন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণীর ব্যবস্থা করা হবে।

এছাড়া দিনটিতে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে উন্নয়ন মেলায় কুয়েতের সকল প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে।

এমআরএম/জেআইএম

 

 

 

আরও পড়ুন