শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় ‘জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে রোববার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় স্থানীয় যুবলীগ এই আলোচনা সভার আয়োজন করে।
আহ্বায়ক তাজকীর আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাশার সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আরেফিন মোল্লা।
সভায় আরও বক্তব্য রাখেন মার্শাল পাবেল, আমান উল্লাহ আমান, মো. আশরাফুল ইসলাম সোহেল, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জালাল উদ্দিন সেলিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বারবার নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগকে শুধু দেশের নেতৃত্বের আসনে বসাননি বরং তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
আলোচনা সভায় মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার বাবু, বাবু সুভাষ দেবনাথ, মাহবুবুর রহমান কাজল, সৈকত চৌধুরী, যুবলীগ নেতা শেখ জহির, সাইফুল ইসলাম, বাবলু মোল্লা, কামরুজ্জামান শিমুল, আকুব্বর মাহমুদ, হৃদয়সহ বিভিন্ন সহযোগী সংগঠন ও মালয়েশিয়া যুবলীগের শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এমএমজেড/জেআইএম