ডেনমার্কে শেখ হাসিনার জন্মদিন উদযাপন
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার, বাঙালির আশা-আকাঙ্ক্ষার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন- ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, রিয়াজুল হাসনাত রুবেল, সহ-সভাপতি খোকন মজুমদার, নাসির উদ্দিন সরকার, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম উদ্দিন খান, নুরুল ইসলাম, সফিউল সাফি, বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রুমিসহ ডেনমার্ক আওয়ামী লীগের, সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শরিফুল ইসলাম, হিমী খান, মোহাম্মাদ মামুন, তারিকুল ইসলাম, শিপন মিয়া, জাহিদুল ইসলাম, মোহাম্মাদ সোহাগ, অর্থ সম্পাদক মোহাম্মদ মোসাদ্দিকুর রহমান রাসেল, রাজু আহম্মদ, মোহাম্মদ আশরাফ ফরাদ, মশিউর রহমান শাওন, রনি, ওমর,আমির জীবন, ফজলে রাব্বি, সামসুল আলম, সোহেল আহমেদ, সাফায়েত অন্তর, শামীম খান, তাসবির হোসেন, মাঞ্জুর আহমেদ মামুন, মনসর আহমেদ, মোহাম্মাদ ইউসুফ, মাসুম বিল্লাহ, শাওন রহমান, সাইদুর রহমান, নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, হাসান শাহীন, তুহীন, আরিফুল হক আরিফ, আজাদুর রহমান, রাজ্জাক, নাজমুল হোসেন, দোলনসহ সকল নেতারা।
বিবৃতে সম্মতি জানান- বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডেনমার্ক শাখা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডেনমার্ক শাখা ও বাংলাদেশ ছাত্রলীগ ডেনমার্ক শাখার সব নেতারা।
আলোচনায় বক্তারা জানান- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কল্যাণে এক সময় দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতো সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে।
সহজ সারল্যে ভরা তার ব্যক্তিগত জীবন। মেধা-মনন, কঠোর পরিশ্রম, সাহস, ধৈর্য, দেশপ্রেম ও ত্যাগের আদর্শে গড়ে উঠেছে তার আকর্ষণীয় ব্যক্তিত্ব। পোশাকে-আশাকে, জীবন-যাত্রায় কোথাও কোন প্রকার বিলাসিতা বা কৃত্রিমতার কোনো ছাপ নেই।
সফিউল সাফি, কোপেনহেগেন থেকে
এমআরএম/জেআইএম