ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সৌদিতে স্পোর্টসপ্রেমীদের জন্য অনলাইন ভিসা চালু

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

লাইভ স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য অনলাইন ভিসা চালুর পরিকল্পনা করছে সৌদি সরকার। দেশটির পর্যটন বিকাশে আগামী ডিসেম্বর থেকে এ সুবিধা চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের জেনারেল স্পোর্টস অথরিটি জানিয়েছে, লাইভ খেলা, সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানপ্রেমীদের জন্য দেশটি তার সীমান্ত উন্মুক্ত করবে। প্রথমবারের মতো এমন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের স্বাগত জানানো হবে।

আগামী ডিসেম্বরে রাজধানী রিয়াদের কাছাকাছি এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফর্মুলা ই’ মোটর রেসিং প্রতিযোগিতাকে সামনে রেখে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

গত বছর দেশটির পর্যটন প্রধান প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে ইলেকট্রনিক ভিসা প্রক্রিয়া চালুর পরিকল্পনা রয়েছে।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন