ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালির দুই প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠ রেমিট্যান্স অ্যাওয়ার্ড

জমির হোসেন | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের ফরাজী পরিবারের দুই প্রতিষ্ঠান এ বছরও শ্রেষ্ঠ রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রতিষ্ঠান দুটি ইতালিতে ব্যবসা পরিচালনা করে।

প্রতিষ্ঠান দুটি হলো-ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এবং নেক মানি এক্সচেঞ্জ।

Italy-1

২০ সেপ্টেম্বর ঢাকার একটি হল রুমে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী এবং পরিচালক মনির এইচ ফরাজী।

নেক মানি এক্সচেঞ্জের পক্ষে চেয়ারম্যান ইকরাম ফরাজী ও পরিচালক ডা. আনোয়ার ফরাজী শ্রেষ্ঠ রেমিটেন্স অ্যাওয়ার্ড গ্রহন করেন। বাংলাদেশ বাংক থেকে এ নিয়ে একাধিকবার প্রাপ্ত এ অ্যাওয়ার্ড ইতালি প্রবাসীদের উৎসর্গ করেন কোম্পানির পরিচালকরা।

Italy

ন্যাশনাল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইদ্রিস ফরাজী বলেন, আমরা শুধু প্রতিষ্ঠান দুটি পরিচালনা করছি। তবে এর সফলতা ইতালি প্রবাসী বাংলাদেশিদের।

এএইচ/পিআর

আরও পড়ুন