ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

নাঈম হাসান পাভেল | প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

পর্তুগালে বাংলাদেশি সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠিত করার লক্ষ্যে গঠন করা হয়েছে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি।

বুধবার পর্তুগালের রাজধানী লিসবনের ফুড গার্ডেন রেস্টুরেন্টের হলরুমে পর্তুগালে অবস্থানরত প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রনি মোহাম্মদকে আহ্বায়ক ও নাঈম হাসান পাভেলকে সদস্যসচিব করে সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন জহুরুল হক জহুর, মো. রাসেল আহম্মেদ, জাহিদ হাসান সোহাগ ও তৌহিদুল ইসলাম এনি।

পর্তুগালের অনলাইন পত্রিকা বাংলা পিটির সম্পাদক মাহবুব সুয়েদের সভাপতিত্বে এবং রাসেল আহম্মেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক ফয়সাল আহমেদ দ্বীপ, পর্তুগাল প্রবাসী সাংবাদিক রনি মোহাম্মদ, নজরুল ইসলাম সুমন, এবি সামাদ, জাহিদুল ইসলাম সোহাগ, তৌহিদুর ইসলাম এনি, সুমন আহমেদ, ফখরুল হাসান, মঈন উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন ও আশরাফ প্রমুখ।

সভায় আগামী ছয় মাসের মধ্যে পর্তুগালের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি মিডিয়ায় কর্মরত বর্তমান ও সাবেক কর্মীদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

বিএ/এমএস

আরও পড়ুন