ওমানে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা পালন করেছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস।
এ সময় দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও ওমান আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানসহ কমিউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৪৩তম জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত গোলাম সরওয়ারের নেতৃত্বে দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারীসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীরা।
দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ছিল- জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণ, জাতির পিতার নিহতদের পরিবারের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত, দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের সিনিয়র কর্মকর্তা আবুল হাসান মৃধা, আবু সাঈদ ও মুহাম্মদ সুজাউল হক।
দিবসটির তাৎপর্য নিয়ে প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন- ডাক্তার সুধীর, এমএন আমিন, জসিম উদ্দিন, ইয়াসিন চৌধুরী সিআইপি ও নোমান প্রমুখ।
এছাড়াও ওমান আওয়ামী লীগ, চট্টগ্রাম সমিতি ওমান, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানসহ কমিউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব মুহাম্মাদ আনোয়ার হোসেন।
এমআরএম/এমএস