মাদ্রিদে অবৈধ অভিবাসীদের জন্য ‘সিটি কার্ড’ চালু
স্পেনের মাদ্রিদে অবৈধ অভিবাসীদের জন্য ‘সিটি কার্ড’ চালু করেছে মাদ্রিদ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের ‘পাইলট প্ল্যান’ এর অংশ হিসেবে মাদ্রিদ সেন্টার দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের ‘সিটি কার্ড’ প্রদান কার্যক্রম শুরু করেছে।
এর আওতায় প্রথম দিন সিটি কার্ড পেয়েছে ৬ জন বাংলাদেশি অভিবাসী। বুধবার (১৮ জুলাই) সকালে সিটি কর্পোরেশনের ওকা সেন্ত্র অফিসে এ কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র মার্তা ইগেরাস। প্রথম দিনে ৬ জন বাংলাদেশিসহ ৭ জন অভিবাসী সিটি কার্ড পেয়েছেন।
মাদ্রিদ সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র মার্তা ইগেরাস বলেন, কোনো প্রকার ফি নেয়া ছাড়াই ‘সিটি কার্ড’ প্রদান করা হচ্ছে। মাদ্রিদ শহরে বসবাস করেন এমন অবৈধ অভিবাসীরা সেপ্টেম্বর পর্যন্ত এ কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ক্রমান্বয়ে শহরের বাইরের জায়গায় বসবাসরত অভিবাসীরা এ সুযোগ পাবেন।’ তিনি সিটি কার্ড প্রদানের প্রস্তাবকে অনুমোদন দেয়ায় স্পেনের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রিদ সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র খরখে গ্রাসিয়া কাস্তানিয়ো, যোগাযোগ সমন্বয় বিষয়ক প্রধান ও কাউন্সিলর পাবলো সতো, স্পেনের ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র পুরিফিকাসিয়ন কাউসাপিয়ে।
কাউন্সিলর পাবলো সতো তার বক্তব্যে মাদ্রিদ শহরের অধিবাসী হিসেবে কার্ড প্রাপ্ত নতুন ৭ জনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সিটি কর্পোরেশনের কার্ড অধিবাসীদের সুন্দর ভবিষ্যত রচনায় সহযোগিতা করবে।
বাংলাদেশি কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন- ভালিয়েন্তে বাংলা’র সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুতফুর রহমান, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য কবির আল মাহমুদ প্রমুখ।
এমআরএম/পিআর