স্পেন উপকূল থেকে ৮০০ অভিবাসী উদ্ধার
ভূমধ্যসাগর থেকে প্রায় ৮০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্ট গার্ড। শনিবার আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর সময় কোস্ট গার্ডের তিনটি নৌকায় করে সর্বমোট ৭৬৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়।
জানা গেছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরেই ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য স্পেন খুব জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত স্পেনে ৩ হাজার ৩২৬ জন অভিবাসন প্রত্যাশী প্রবেশ করে। চলতির বছরের এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৬২৭ অভিবাসন প্রত্যাশী আশ্রয় নিয়েছে। শুধু গত সপ্তাহেই দেশটিতে প্রবেশ করেছে ২ হাজার অভিবাসন প্রত্যাশী।
শনিবার অধিকাংশ অভিবাসন প্রত্যাশীকে উত্তর আফ্রিকার উপকূল থেকে উদ্ধার করা হয়। এছাড়া অন্যদের আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় শহর ক্যানারি দ্বীপ থেকে উদ্ধার করা হয়।
ইতালির সদ্য সমাপ্ত নির্বাচনে পপুলিস্ট পার্টি সরকার গঠনের পরই দেশটি অভিবাসন প্রত্যাশীদের ওপর ধরপাকড় চালাচ্ছে। এই চাপ গিয়ে পড়েছে স্পেনে। গত সপ্তাহে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬০০‘র বেশি অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ফরাসি এনজিও পরিচালিত অ্যাকুয়ারিয়াস জাহাজ ইতালিতে প্রবেশ করতে চাইলে বাধা দেয়া হয়।
শুক্রবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান আরও জোরালো করেছে ইতালি। দেশটি বলছে, তারা আর একজন অভিবাসন প্রত্যাশীকেও গ্রহণ করবে না।
এমআরএম/পিআর