সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি : সাকিব
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান নিউইয়র্কে এক ঈদ আড্ডায় বলেছেন, ‘আমেরিকা এখন আমার সেকেন্ড হোম। যে কারণে মাঝে মধ্যে আসা হয়। গত বছরও এসেছিলাম, আপনাদের সঙ্গে সময় কাটিয়েছি। এবারও আসলাম। আমার খুব ভালো লাগছে।’
‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’ আয়োজিত ‘ঈদ আড্ডা উইথ সাকিব আল হাসান’ অনুষ্ঠানটি গত ১৭ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলাজিনো অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, বিশিষ্ট রিয়েলেটর মঈনুল ইসলাম, পিপল এন টেকের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু হানিফ, কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, রাজনীতিবিদ হাজি এনাম, এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, রিয়েলেটর খায়রুল ইসলাম সবুজ, কামাল ভূঁইয়া, কারওয়ান বাজারের ইমরান কে ভুলু, রিয়েলেটর আনোয়ার হোসেন, গোলাম এম হায়দার মুকুট, নাসরিন কে আহমেদ, হাসান জিলানী ও ডা. বর্নালি হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সাকিব আল হাসান প্রথমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়া তিনি সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাকিব আল হাসান তার বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমেরিকা এখন আমার সেকেন্ড হোম। যে কারণে মাঝে মধ্যে আসা হয়। গত বছরও এসেছিলাম, আপনাদের সঙ্গে সময় কাটিয়েছি। এবারও আসলাম। আমার খুব ভালো লাগছে। আমি এবার ঈদ করেছি অরল্যান্ডোতে।’
বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল ভালো করছে, আবার মাঝে মধ্যে খারাপও করছে। ভালো করলে প্রশংসা করবে, আর খারাপ করলে সমালোচনা করবে- এটাই স্বাভাবিক। আমি সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি। আপনারা সবাই যদি সমর্থন দেন তাহলে বাংলাদেশের ক্রিকেটকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। আপনারা জানেন আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট। সেই বিশ্বকাপে আমাদের প্রত্যাশা থাকবে ভালো করার।’
এনা/এমএআর/এমএস