ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জাপানে ঈদ জামাতে হাজারো মুসল্লির ঢল

ফখরুল ইসলাম | জাপান | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৬ জুন ২০১৮

জাপান প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি চোখে পরার মত। আবহাওয়া খারাপ হওয়ার সত্যেও বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মুসল্লির ঢল নামে পবিত্র ঈদুল ফিতরের নামাজে।

আগের ঈদগুলোতে কিছু সংখ্যক মুসল্লি দেখা যেতো ঈদ জামাতে। কারণ জামাতের তেমন ব্যবস্থা ছিল না। বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগের ফলে এ বছর এমনটা সম্ভব হয়েছে।

Japan-Eid1

জাপানের টোকিওতে ঈদুল ফিতরের বিশাল জামাতের আয়োজন করা হয় টোকিও হিগাসিজুজো মদিনা মসজিদের উদ্যোগে।

পরে হিগাসিজুজো মদিনা মসজিদের ইমাম সাহেব ঈদের ফজিলতের উপর বয়ান করেন। নামাজ শেষে মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

Japan-Eid2

মদিনা মসজিদ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয় জাপান প্রবাসীদের।

জেএইচ/পিআর

আরও পড়ুন