ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে আজ চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | সংযুক্ত আরব আমিরাত | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৪ জুন ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ক্ষেত্রে এবারের রমজান মাস হবে ২৯ দিনে। আমিরাত ফেডারেল সুপ্রিম কোর্ট এ তথ্য জানান।

বৃহস্পতিবার আমিরাতের সব শরিয়া কোর্টকে সারাদেশে চাঁদ পর্যবেক্ষণ করে চাঁদ দেখা কমিটিকে জানাতে বলা হয়েছে। চান্দ্র মাসের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার ২৯ রমজান। সে অনুযায়ী ওইদিন চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

যদি বৃহস্পতিবার চাঁদ দেখা না যায় তাহলে ৩০ রোজা পূর্ণ করে শনিবার পবিত্র ঈদুল ফিতর।

এদিকে, ঈদ উদযাপনে পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমিরাতে বসবাসরত স্থানীয় ও প্রবাসী মুসলমানরাও প্রস্তুতি নিচ্ছেন। এরইমধ্যে ঈদ উদযাপনে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

জেএইচ/পিআর

আরও পড়ুন