অসমাপ্ত আত্মজীবনী ওঁলাদের হাতে
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী উপহার দিয়েছেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজান চৌধুরী। সম্প্রতি তিনি সাবেক এই প্রেসিডেন্টকে বইটি উপহার দেন।
আওয়ামী রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত। ৩০ বছর ধরে ইউরোপে বঙ্গবন্ধুর নৌকার পাল তুলে বেড়াচ্ছেন তিনি। ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির সমাজসেবক হিসেবে পরিচিত চাদঁপুরের সন্তান মিজান চৌধুরী মিন্টু।
তিনি জানান, গেলো বছর বইটি যখন ফরাসী ভাষায় অনুবাদ হয় এবং দূতাবাস এর মোড়ক উন্মোচনের পর প্রায় ৩৫টি বই তিনশত পঞ্চাশ ইউরো দিয়ে ক্রয় করি। দেশের উন্নয়ন, শেখ হাসিনা সরকারের নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি ফ্রান্স সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এবং মন্ত্রীদের হাতে তুলে দেই।
সর্বশেষ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রসোয়া ওলান্দের হাতে পৌঁছে দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি মনে করি এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
এমআরএম/জেআইএম