ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

অস্ট্রেলিয়ায় জনপ্রতি ফিতরা ১২ ডলার

মো. আবুল কালাম আজাদ | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০১ জুন ২০১৮

ফিতরা বা ফেতরা আরবি শব্দ, যা ইসলামে সাদাকাতুল ফিতর (ফিতরের সদকা) নামে পরিচিত। যাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুঃস্থদের মাঝে রোজাদারদের বিতরণ করা দানকে। নারী-পুরুষ, স্বাধীন-পরাধীন, শিশু-বৃদ্ধ, ছোট-বড় সকল মুসলিমের জন্য ফিতরা প্রদান করা ওয়াজিব।

অস্ট্রেলিয়াতে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। আর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ ২৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সামর্থ অনুযায়ী গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। গম বা আটার ক্ষেত্রে এর পরিমাণ ১ কেজি ৬৫০ গ্রাম এবং খেজুর, কিসমিস, পনির বা যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম ধরা হয়েছে।

এমআরএম/এমএস

আরও পড়ুন