ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বোস্টনে ইসলামিক কালচারাল সেন্টারের ইফতার মাহফিল

কৌশলী ইমা | প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৯ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে প্রতিবছরের মতো এবারও ইসলামিক কালচারাল সেন্টার অব মিডফোর্ডের (আইসিসিএম) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২৭ মে) সন্ধ্যায় মিডফোর্ডের পার্শ্ববর্তী জন ম্যাকগ্লিন ইলেমেন্টারি স্কুলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় মুসল্লিদের জন্য মিডফোর্ডে একটি মসজিদ ও মুসলিম ফিউনারেল হোম নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

ইফতার মাহফিলে বোষ্টন ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

boston-iftar-1

বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় রমজানের ফজিলত, নির্মাণাধীন মসজিদ ও মুসলিম ফিউনারেল হোম নিয়ে আলোচনায় অংশ নেন ইসলামিক রিসার্চ সেন্টার অব দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারি, শেখ তালাল ইদ, রিঞ্জ অ্যাভেনিউ মসজিদের ইমাম আহসান ওয়ারিস, ইসলামিক কালচারাল সেন্টার অব মিডফোর্ড হুমায়ুন মোর্শেদ ও স্থানীয় সমাজসেবী সৈয়দ নুরুজ্জামান প্রমুখ।

ইফতার শেষে পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী মিডফোর্ডে বাংলাদেশিদের পরিচালনায় একটি মসজিদ ও ফিউনারেল হোম নির্মাণের জন্য তহবিল গঠনের উদ্যোগ নিলে মাত্র ২ ঘণ্টায় সোয়া ২ লাখ ডলার সংগ্রহ হয়।

এমএমজেড/পিআর

আরও পড়ুন