ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান

আহমাদুল কবির | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৬ মে ২০১৮

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছে বক্তারা। ‘বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার’ ইফতার মাহফিলে এ আহ্বান জানান বক্তারা। কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শুক্রবার মালয়েশিয়ার সেলায়াং পাছার বারুতে প্রেস ক্লাবের উদ্যোগে ও সেলায়াং পাছার বারু বাংলাদেশি ব্যবসায়ীদের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Maleshia

অনুষ্ঠানে প্রধান অতিথি, বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার উপদেষ্টা ব্যবসায়ী কমিউনিটি নেতা কামরুজ্জামান কামাল। ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন পিএইচডি, গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার মাওলানা মিজানুর রহমান আজহারি।

Maleshia

মিজানুর রহমান আজহারি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতে মানুষের জীবন গঠন ও পরিচালনার একমাত্র প্রশিক্ষণের সময় হলো পবিত্র রমজান মাস। এ মাসে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যম হলো রোজা। আর তাকওয়া অর্জনের প্রথম মাধ্যমও রোজা। অপরাধমুক্ত সুশৃঙ্খল ও সুন্দর জীবন-যাপন এবং সুন্দর সমাজ বিনির্মাণে রমজানে কুরআনের শিক্ষা গ্রহণ করতে হবে।

Maleshia

তিনি বলেন, মানব জীবনকে সুন্দর ও শান্তিময় করার দিক-নির্দেশনা জানার পাশাপাশি মানতে হবে কুরআনের সকল করণীয় বিধি-বিধান। আল্লাহ মুসলিম উম্মাহকে রমজানে তাকওয়া অর্জনের তৌফিক, সুশৃঙ্খল জীবন গঠনে কুরআনের বিধান বাস্তবায়নে রমজানের নিয়ম-কানুনকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন।

Maleshia

বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের প্রাণবন্ত উপস্থাপনায় প্রেস ক্লাবের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, মো. মোশাররাফ হোসেন, মনিরুজ্জামান মনির, ড. আরিফ, রাশেদ বাদল, দাতু আক্তার, মাহতাব খন্দকার, শফিক চৌধুরী, নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার, শাখাওয়াত হক জোসেফ, সেলিম আহমদ, জালাল উদ্দিন সেলিম, আতিক, হানিফ,আবু, তারেক, আব্দুল্লাহ, এরশাদ, ইউছুফ, জাহিদ, রতন, আলতাব হোসেনসহ সর্বস্তরের কমিউনিটি নেতারা ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Maleshia

এছাড়া প্রেস ক্লাব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সহ-সভাপতি খন্দকার মস্তাক রয়েল, শাহাদাত হোসেন, শেখ আরিফুজ্জামান, আব্দুল কাদের, শাহীন, গোলাম রববানী রাজা, আলাউদ্দিন সিদ্দিকী প্রমুখ।

এমআরএম/এমএস

আরও পড়ুন