ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে গ্রিন ক্রিসেন্ট সোসাইটির ইফতার মাহফিল

সাদেক রিপন | কুয়েত | প্রকাশিত: ১০:১৩ এএম, ২৫ মে ২০১৮

রমজান মাস ফজিলতের মাস। তাই যত বেশি সম্ভব পবিত্র এ মাসে সমাজের দুঃস্থ অসহায় মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসা উচিত। বুধবার (২৩ মে) কুয়েত সিটির গুলশান হোটেলে বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি, কুয়েত শাখা আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা একথা বলেন।

সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন পোষ্ট মাস্টারের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতালায় প্রধান ও কাউন্সিলর আনিসুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আজাদ মিয়া মেম্বার, আব্দুল হাই মামুন, আশফাক আলী ফেরদৌস, মোহাম্মদ আলী হাজী, মাসুদ করিম, মইনুল আল ইসলামসহ বিভিন্ন সাহিত্য, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পরে ইফতারের আগ মুহূর্তে প্রবাসী বাংলাদেশি এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এমএমজেড/এমএস

আরও পড়ুন