ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েত রাষ্ট্রদূত আবুল কালামের চুক্তির মেয়াদ বাড়ল

সাদেক রিপন | প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৩ মে ২০১৮

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

বুধবার চুক্তির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম ২০১৬ সালের ১৩ এপ্রিল প্রথম দুই বছরের চুক্তিতে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

এর আগে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, অগ্রণী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম স্টক একচেঞ্জের সদস্য ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরএমএম/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন