ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ডেনমার্কে যুবলীগ নেতাদের মতবিনিময়

জমির হোসেন | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১০ মে ২০১৮

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে স্থানীয় রেস্তোরাঁয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ডেনমার্ক শাখার নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। ৯ মে রাত ১০টায় ডেনমার্কের স্থানীয় হোটেলে এ মতবিনিময় সভা আয়োজিত হয়।

ডেনমার্ক আওয়ামী যুব লীগের আহ্বায়ক আমির পারভেজ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক খোকন মজুমদার। বক্তব্য রাখেন- ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক সফিউল সফিউল সাফি, সাংগঠনিক সম্পাদক সারদার সাইদুর রাহমান।

Denmark-2

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ ফ্রান্স শাখার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুব লীগের ডেনমার্ক শাখার নেতা সাইদুর রহমান, জাহিদুর রহমান, আব্দুর রাজ্জাক, তাজবির আহমেদসহ অনেকে।

ড. সাজ্জাদ হায়দার লিটন তার বক্তব্যে যুব লীগের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ও জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনু মিয়া, ওমর হুসাইন খোকন, আলাউদ্দিন, মোহাম্মদ শোহেব, মোহাম্মদ পলাশ, তাজবির আহমেদ, মোসাদ্দিকুর রহমান রাসেল, রাজু আহম্মদ, মোহাম্মদ আশরাফ ফরাদ, মশিউর রহমান শাওন, রনি, ওমর,আমির জীবন, ফজলে রাব্বি, সামসুল আলম, সোহেল আহমেদ, সাফায়েত অন্তর, শামীম খান।

সফিউল সাফি/এমআরএম/জেআইএম

আরও পড়ুন