রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবি
মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে কুয়েতে বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বার্মা সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জোর দাবি জানান। শুক্রবার কুয়েত সিটির গুলশান হোটেলে প্রকৌশলী ধরমো প্রিয় বড়ুয়ার সভাপতিত্বে ও সুজিত বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাপস বড়ুয়া কাজল।
বিশেষ অতিথি ছিলেন দেবমিত্র বড়ুয়া, যমুনা টিভি কুয়েত প্রতিনিধি শেখ এহছানুল হক খোকন। আলোচকদের মধ্যে ছিলেন অরুপ বড়ুয়া, রুপন বড়ুয়া, সুমন বড়ুয়া, জিনু রত্না বড়ুয়া প্রমুখ।
এছাড়া সকালে পূজারও আয়োজন করা হয়। বৌদ্ধ পূজা উৎসর্গ' করেন থাইল্যান্ড হতে ফোনে চন্দ্রজ্যোতি ভিক্ষু।
বৌদ্ধ বাণী পাঠ করেন রিজেন বড়ুয়া, পঞ্চসিল পাঠ করেন মুকুল বড়ুয়া। সভায় বৌদ্ধ কল্যাণ সমিতি কুয়েতের সভাপতি তরিত বড়ুয়ার অকাল মৃত্যুতে আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
এমআরএম/এমএস