ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জয় বাংলায় মুখরিত লন্ডন পার্লামেন্ট চত্বর

জমির হোসেন | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ইউরোপীয় নেতাদের জয় বাংলা স্লোগানে মুখরিত লন্ডন পার্লামেন্ট চত্বর। পার্লামেন্ট-এর সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ, ইউরোপ আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতে দিতে একত্রিত হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় রানীর বাসভবন বাকিংহাম প্যালেসে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

দুই বছর পর পর কমনওয়েলথের সরকার প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। এবারে ২৫তম সম্মেলনের প্রতিপাদ্য ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’।

লন্ডন পার্লামেন্টের সামনে রয়েছে কমনওয়েলথ সম্মেলনের ভেন্যু। এ সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর লন্ডন সফর। বুধবার দুপুরে লন্ডনের গিল্ড হলে ‘কমনওয়েলথ’স রোল ইন প্রমোটিং ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা অবশ্যই বাণিজ্য, জবাবদিহিতামূলক প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করব। আন্তঃকমনওয়েলথ বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবনার লক্ষ্যে দেশগুলোকে অবশ্যই অভিন্ন সুযোগ-সুবিধা জোরদার করতে হবে। বিপুলসংখ্যক নেতাকর্মী সেই সময় পার্লামেন্ট-এর চত্বর জয় বাংলা স্লোগানে মুখরিত করে।

উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ-এর সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সর্ব ইউরোপ আওয়ামী লীগ-এর সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগ-এর উপদেষ্টা শামসুদ্দিন খান।

এছাড়া জালাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগ-এর সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান লন্ডন মহানগর যুবলীগ-এর তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর সভাপতি সাদ আহমেদ খান সাধারণ সম্পাদক সামছুল ইসলাম বাচ্চু, যুক্তরাজ্য ছাত্রলীগ-এর সভাপতি তামিম আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত জয়সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগ-এর সাবেক সহ-সম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক বাংলাদেশ ছাত্রলীগ-এর সাধারণ সম্পাদক নাজমুল সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডাল্টন তালুকদার, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জামাল আহমেদ চৌধুরী প্রমুখ।

এছাড়া ইউরোপ আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ-সভাপতি এম এ কাশেম, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ইউরোপ আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগ-এর সভাপতি আখতার হোসেন, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান।

এমআরএম/পিআর

আরও পড়ুন