নিউইয়র্কে দিনাজপুর জেলা সমিতির জমকালো অভিষেক
নিউইয়র্কের জামাইকায় দিনাজপুর জেলা সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার স্থানীয় ইস্টউড স্কুল (পিএসকিউ ৯৫) মিলনায়তনে এক জমকালো আয়োজন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির কমিশন অব হিউম্যান রাইটসের পরিচালক রাসেল রহমান।
সংগঠনের নব নির্বাচিতরা হলেন, সভাপতি-আনোয়ার জেড সুবহানী, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি ফতেনুর আলম বাবু, মো. গোলাম কিবরিয়া, ডা. নার্গিস রহমান, রেজাউল করিম বাপ্পী ও আমিনুর রহমান ইনসান, সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক-অ্যাড. আব্দুর রশিদ ও শাহীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক-তারেক জাহেরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক-লুৎফর রহমান, কোষাধ্যক্ষ-মোহাম্মদ এফ আলম (নিউমুন), যুগ্ম কোষাধ্যক্ষ হায়দার আলী সরকার, সাহিত্য ও প্রচার সম্পাদক বিপুল সরকার, যুগ্ম সাহিত্য ও প্রচার সম্পাদক তোজাম্মেল হক, দফতর সম্পাদক হোসেন এম আজম, যুগ্ম দফতর সম্পাদক মো. এস রহমতুল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. শফিউল্লাহ, যুগ্ম ক্রীড়া সম্পাদক শাহ জালাল সরকার, বিনোদন সম্পাদক সামিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ আলম লিপি, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক মিল্টন বসাক, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা বেগম রীনা ও সমাজকল্যাণ সম্পাদক তারিকুল ইসলাম।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- লেমন চৌধুরী, ফিরোজ ফারুক, শামীম সরকার ও জুয়েল শেখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি ফতেনুর আলম বাবু। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান দিনাজপুর জেলা সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. রুহুল কুদ্দুস।
হোসাইন আজম ও সুমনা চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. রুহুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার শাহ আলম বাবু, যুক্তরাষ্ট্রে উত্তরবঙ্গ সমিতির সভাপতি ডা. আব্দুল লতিফ, উত্তরবঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন, দিনাজপুর জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি আনোয়ার জেড. সুবহানী, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি ফতেনুর আলম বাবু, সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক-অ্যাড. আব্দুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক-তারেক জাহেরী, প্রমুখ।
এ সময় অপর নির্বাচন কমিশনার ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ শামসুজ্জোহা মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী তনিমা হাদী, ডা. নার্গিস রহমান, লেমন চৌধুরী, কৌশলী ইমা, জোহা চৌধুরী মানিক,শাহনাজ বেগম, ফরিদা বকুল, ইত্তেহাদ মনসুর, মামুনুল হক, বীণা বর্মন, রওশন আরা কাজল, রওশন সোনিয়া, রুবিনা শিল্পী, সুমাইয়াহ সুখ, আমিরা অরু, নারিয়ানা চৌধুরী, অর্পিতা খান ও নাদিয়া। তাদের গিটারে সহযোগিতা করেন মীর্জা মনু, অক্টোপ্যাডে রিড, কীবোর্ডে রিপন মিয়া ও ঢোলে শফিক মিয়া। এছাড়া কবিতা আবৃত্তি করেন সেলিম ইব্রাহিম।
দিনাজপুর জেলা সমিতির নতুন কার্যকরী কমিটির অভিষিক্ত সদস্যরা হলেন যথাক্রমে
এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ২ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৩ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৪ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৫ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের