ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

শত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন সিডনি প্রবাসীরা

মো. আবুল কালাম আজাদ | অস্ট্রেলিয়া | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৮ মার্চ ২০১৮

সিডনিতে বাংলাদেশি সংগঠনগুলোর আয়োজনে ‘শত কণ্ঠে জাতীয় সঙ্গীত’ নামে এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি এ আয়োজনে জড়ো হয় শ’ খানেক প্রবাসী বাংলাদেশি। সিডনির ওয়াইলি পার্কে শনিবার বিকেল ৬টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন উপস্থিত সবাই।

Austrella-2

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, নারীর সম্ভ্রম আর বিপুল ক্ষয়-ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।

Austrella-2

স্থানীয় শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই গাইলেন জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’। শিশু থেকে শুরু করে প্রবীনরাও গানে গানে স্মরণ করেন, মুক্তিযুদ্ধ ও বাংলার স্বাধীনতাকে। বক্তারা স্বাধীনতার চেতনাকে ধারণ করতে তরুণ -প্রজন্মকে আহ্বান জানান।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন