ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

মিরন নাজমুল | প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৮ মার্চ ২০১৮

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় ২৬ মার্চ (সোমবার) বেলা ১১টায় দূতাবাস মিলনায়তনে আলোচনা সভাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের মিনিস্টার ও হেড অব চ্যন্সেরি এম হারুন আল রাশিদ।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Barcelona-5

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘স্বাধীনতা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড এখন বিশ্বব্যাপী সমাদৃত। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। দেশের মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে’।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন আতা, এস. রবিন, দুলাল সাফা, জাকির হোসেন, বোরহান উদ্দিন, জহিরুল ইসলাম নয়ন, শেখ আব্দুর রহমান, সায়েম সরকার, অ্যাডভোকেট তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএমজেড/পিআর

আরও পড়ুন