ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

‘বাংলাদেশকে জানো’ শীর্ষক ইতালিতে বিশেষ অনুষ্ঠান

জমির হোসেন | ইতালি | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২১ মার্চ ২০১৮

বাংলাদেশের ইতিহাস ও বাংলার সংস্কৃতি জানাতে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশকে জানো’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালির আলবানো অঞ্চলে ‘জেমস জয়েজে’ কলেজের শিক্ষার্থীদের বাংলাদেশকে জানাতে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

তিনি বাংলাদেশের ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন অর্জন এবং কূটনৈতিক সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও রাষ্ট্রদূত পর্যটন শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি করতে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন, কক্সবাজারের কথাও উল্লেখ করেন। এ সময় দূতাবাসের ইকনোমিক কাউন্সিলর মানষ মিত্র ও প্রথম সচিব ইরিন ইসলাম জুলি উপস্থিত ছিলেন।

আবদুস সোবহান সিকদার ইতালিতে সব শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষকে দেশীয় তৈরি বিভিন্ন হস্তশিল্প উপহার দেন। এছাড়াও নিজ দেশের খাবারকে পরিচিতি করতে সবার মধ্যে দূতাবাসের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়।

কলেজ কর্তৃপক্ষ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করে।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন