লিসবনে দেশি-বিদেশি শিশুরা আঁকলো বঙ্গবন্ধু ও বাংলাদেশের ছবি
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথভাবে উদযাপিত হয়েছে পর্তুগালে।
শনিবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টায় রাজধানী লিসবনের কানাই অডিটোরিয়াম, ফোরাম মাল্টিকালচারাল হলে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন করা হয়। লিসবনে বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী, সঞ্চালনায় ছিলেন দূতালয় প্রধান হাসান আব্দুল্লাহ তৌহিদ।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এ ছাড়াও নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল মার্বেল দৌড়, বল নিক্ষেপ, লক্ষ্যভেদ ইত্যাদি। এতে বাংলাদেশসহ পর্তুগাল এবং বিভিন্ন দেশের অভিবাসী শিশুরা অংশ নেয়। শনিবার পর্তুগালে সাপ্তাহিক শনিবার হওয়ায় বিপুল সংখ্যাক বাংলাদেশি এতে অংশ নেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী এবং স্ত্রী রিমা আরা।
সবশেষে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী এবং বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।
এ ছাড়া আলাদাভাবে কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পর্তুগাল আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এমএমজেড/এমএস