ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

`বঙ্গবন্ধুর ভাষণ আজও হৃদয়ে নাড়া দেয়’

মো. আবুল কালাম আজাদ | প্রকাশিত: ০৬:০১ পিএম, ১০ মার্চ ২০১৮

অস্ট্রেলিয়া যুবলীগ সিডনির ওয়ালি পার্কে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ৭ মার্চ উদযাপন করেছে। এ দিনের ভাষণের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি মোস্তাক মেরাজ।

অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আবুল হাসনাত মিল্টন। বক্তারা আলোচনা সভায় ৭ মার্চের তাৎপর্য তুলে ধরেন।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি প্রদান একটি বিরল সম্মান। এ ভাষণ আর বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন সারা দেশের মানুষের অনুপ্রেরণাদানকারী দলিলে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ জাতির পিতাকে তাদের মনে সর্বোচ্চ স্থান দিয়েছে। বঙ্গবন্ধুর ভাষণ হৃদয় আজও নাড়া দেয়।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন চিরদিনের এবং তা কখনও শেষ হবার নয়। এ ভাষণে মুক্তিকামী বাঙালির আশার প্রতিফলন ঘটেছিল। মোস্তাক মেরাজ বলেন, জাতির জনকের ভাষণ শুধু বাঙালি জাতিকে নয়, বিশ্বে চিরকাল মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে।

এ সময় আরও বক্তব্য রাখেন- জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহুল, কলামিস্ট-সাহিত্যিক আরিফুর রহমান, সামাজিক আন্দোলনের পরিচিত মুখ ফাহাদ আসমার, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মহীউদ্দীন কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক অপু সারোয়ার, অস্ট্রেলিয়া ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সহ-সভাপতি আলাউদ্দীন অলোক, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতা হাসান শিমুল ফারুক রবিন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ প্রচার সম্পাদক জুয়েল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়া যুবলীগ নেতা রকি তালুকদার, সাংগঠনিক সম্পাদক এলিজা টুম্পা, দফতর সম্পাদক মো. সেলিম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাকির প্রধানিয়া, তথ্য ও গবেষণ সম্পাদক উবায়দুল হক, সহ-সভাপতি এমদাদ হক প্রমুখ।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন