ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ওমানে মাঠ উন্নয়নে চট্টগ্রাম সমিতির ২২ লাখ টাকা হস্তান্তর

বাইজিদ আল-হাসান | প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৯ মার্চ ২০১৮

ওমানে অবস্থিত ‘চট্টগ্রাম সমিতি ওমান’প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সহায়তা করে আসছে। খেলার মাঠ উন্নয়নে এ সমিতি ২২ লাখ টাকার চেক হস্তান্তর করে। বৃহস্পতিবার সমিতির সভাপতি মো. ইয়াছিন চৌধুরীর উপস্থিতিতে বাংলাদেশ স্কুলের খেলার মাঠ শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে তোলা হয়।

oman-2

প্রজেক্টটি সম্পন্ন করতে প্রায় ২২ লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি ওমান। বাংলাদেশ স্কুল মাস্কাটের নিজস্ব ক্যাম্পাসে চেক হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি ওমানের সিনিয়র নেতাকর্মী ছাড়াও স্কুলের প্রিন্সিপ্যাল মেজর মো. নাসির (অবঃ), দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশি পরিবারের শিশুদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিতে পারদর্শী করতেই এই উদ্যোগ। দীর্ঘদিন যাবৎ এ মাঠটি খেলার অনুপযুক্ত ছিল।

oman-3

উল্লেখ্য, ‘চট্টগ্রাম সমিতি ওমান’ ইতোমধ্যে প্রবাসীদের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সংগঠনের সভাপতি ইয়াছিন চৌধুরী সিআইপি ওমান ছাড়াও তার নিজস্ব এলাকা রাউজানের উন্নয়নেও বিভিন্নভাবে অবদান রেখেছেন।

এমআরএম/পিআর

আরও পড়ুন