ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে মিস বাংলাদেশ প্রতিযোগিতা : নির্বাচিত ৪

জমির হোসেন | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৮ মার্চ ২০১৮

ইতালির মিলানোর পালেরমোতে মিস বাংলাদেশের সিলেকশন রাউন্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। বলোনীয়া সিলেকশনে মিস বাংলাদেশ টিমের বিচারক ৪ জনকে ইয়েস কার্ড দিয়েছে। নির্বাচিতরা হলেন- সুমী, রাইনা, মারিয়া ও লাবন্য।

বলোনীয়া লায়ন্স ক্লাবের আয়োজনে ৩ মার্চ স্থানীয় একটি হলে জাকজমক এ আয়োজনে প্রবাসীরা সপরিবারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস বাংলাদেশ ইতালির আয়োজক ইমন রহমান, আয়োজক সহযোগী সানজিদা হক শশী এবং বলোনীয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ বলোনীয়া আওয়ামী লীগের সভাপতি ডায়মন্ড সিকদার।

আয়োজন শেষে চারজনকে ইয়েস কার্ড তুলে দেন বলোনীয়া প্রবাসীরা । শুভেচ্ছা বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশন বলোনীয়া কমিউনিটি (এবিসি) সাবেক সভাপতি নিয়ামত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বলোনীয়া বিএনপি সভাপতি মনোয়ার মোর্শেদ মাহিন, বিএনপি সাধারণ সম্পাদক রিংকু খান, ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক টিটু, সুলতান সরদার, একরাম হাওলাদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলা প্রেস ক্লাব ইতালি সভাপতি শাওন আহমেদ। উপস্থিত ছিলেন- ইভেন্টের অফিসিয়াল ফটোগ্রাফার হুমায়ুন কবীর। এছাড়া বলোনীয়া আয়োজনের আয়োজক বাংলা লায়ন্সের পক্ষে মনজুর আলম অনুষ্ঠানে সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের ২য় পর্বে ইমিগ্রেশন নিয়ে লাইভ আয়োজন করেন আমরা ইতালি প্রবাসীর ফেসবুক লাইভ আয়োজনের ইমিগ্রেশন কনসালটেন্ট মোস্তাফিজুর রহমান বোরহান। উল্লেখ্য মাল্টিমিডিয়া ইভেন্টের আয়োজনে সমগ্র ইতালিতে ৫টি সিলেকশন রাউন্ডে ভাগ করে মিস বাংলাদেশ ইতালি ২০১৮ আয়োজন ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে।

প্রথমবারের মতো এ আয়োজনের অগ্রগতি প্রসঙ্গে আয়োজক ইমন রহমান জানান, ভেনিস এবং রোমের সিলেকশন রাউন্ড শেষে আয়োজনের মূলপর্ব অনুষ্ঠিত হবে এপ্রিলের শেষ সপ্তাহে।

এমআরএম/পিআর

আরও পড়ুন