আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন কার্যকরী পরিষদের (২০১৭-২০১৮) অভিষেক অনুষ্ঠান গত বৃহস্পতিবার শারজাহ রেডিসন ব্লু হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হাজী আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সিআইপি মাহতাবুর রহমান নাসির। বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কন্সুল্যেটের প্রথম সচিব (দূতালয় প্রধান) প্রভাষ লামারাং।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী, বাবু রাখাল কুমার গোপ, প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা হাফেজ মো. আব্দুল হক, সিআইপি আশিক মিয়া, মো. আহমদ আলী, আব্দুল লতিফ, মোস্তাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি জি এম জায়গীরদার। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি হাজী এম এ রব, হাবিবুর রহমান চুন্নু, গীতিকবি আজাদ লালন, রহমত আলী শোয়েব, সিরাজ নওয়াব, মুহিবুর রহমান মুহিব, আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক খন্দকার হুমায়ূন আহমদ, সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, আহমদ হোসেন মীর (খোকন), সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তৈয়ব আলী, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুস সবুর, প্রকৌশলী এস এ মোর্শেদ, বাংলাদেশ সমিতির শারজাহ শাখার সভাপতি আবুল বাশার, মোস্তাফা মাহমুদ, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, কাজী মোহাম্মদ আলী, ইসমাইল গনি চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ূব আলী বাবুল, আবুল কাশেম, শাহ মাকসুদ প্রমুখ।
অনুষ্ঠানে তথ্য ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান সম্পাদিত পরিষদের প্রকাশনা 'দুটি পাতা একটি কুঁড়ির' মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এ সময় অভিষেক বাস্তবায়ন কমিটির সমন্বয়ক আবুল কালাম আজাদকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সভাপতি এবং অতিথিবৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক সালেহ আহমদ ও তথ্য-প্রকাশনা সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমানের সঞ্চালনায় সিলেটের গীতিকারদের লেখা গান নিয়ে নাচ ও গান পরিবেশন করা হয়। এ ছাড়া সিলেটের জনপ্রিয় গান পরিবেশন করেন আমিরাতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বঙ্গ শিমুল, সামিদা চৌধুরী পপি ও সংগঠনের ক্রীড়া সম্পাদক ফারুক আহমদ।
সবশেষে সিলেটের মরমী কবি হাসন রাজার ‘লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা নায় আমার’ গানের সঙ্গে দ্বিতীয়বারের মত নৃত্য পরিবেশন করেন তিশা সেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএমজেড/জেআইএম